চিঠি লিখে চুরি করা ১৭০০ ডোজ করোনা ভ্যাকসিন ফেরত দিল চোর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৪:২৬

ভারতে চুরি করার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রায় ১৭০০ ডোজ ভ্যাকসিন ফেরত দিল হরিয়ানার এক চোর। আসলে সে নাকি জানতই না, ওই ব্যাগে করোনার ভ্যাকসিন। নিজের অজান্তেই করা সেই ‘ভুল’ শুধরে নিতেই ছোট চিরকুট লিখে ভ্যাকসিনের পুরো ব্যাগটিই ফেরত রেখে গিয়েছে সে। খবর : সংবাদ প্রতিদিন।


বৃহস্পতিবার দেখা যায় হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের স্টোর রুমে রাখা ১ হাজার ৭১০টি টিকার ডোজ চুরি গেছে। স্টোর রুমে একটি ব্যাগে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুরকম টিকাই ছিল। বৃহস্পতিবার হাসপাতালের স্টোর রুম খুলে দেখা যায়, সেখানে একটি টিকার ভায়ালও নেই। স্টোর রুমের দরজা ভেঙে শুধু টিকাগুলোই চুরি করেছে চোর। স্টোর রুমে বাকি ওষুধ বা অন্য চিকিৎসার উপকরণ যা ছিল, সেগুলোতে হাত দেয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us