মহাবিপদে ঐক্যই একমাত্র পথ

সমকাল নূরুননবী শান্ত প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১১:৫৫

মহামারি সবার জন্য সমান বিপদ। কিন্তু বাস্তবতা হলো মহামারি মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ নই। শুধু প্রবৃদ্ধিকেন্দ্রিক উন্নয়ন লক্ষ্য নাগরিকদের বহু শ্রেণিতে বিভক্ত করে ফেলেছে। বিভক্ত সমাজে এই বিপদ মোকাবিলা করা অসম্ভব। মহামারিতে একদিকে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে, মহাসংকটের কবলে পড়েছে ব্যবসা-বাণিজ্য, অন্যদিকে বেড়ে চলেছে পুঁজিপতির সংখ্যা। সরকারের পক্ষ থেকে ধনবান ও ক্ষমতাবানদের জন্য ভিন্ন ব্যবস্থা স্পষ্ট।


কর্মকর্তাদের বেতন বাড়িয়ে, দামি গাড়ি দিয়ে, বন্দুকধারী পাহারাদার দিয়ে রোধ করা যাচ্ছে না ক্রয়-দুর্নীতি, ঘুষ সংস্কৃতি, হাত কচলানো, পুকুরচুরি, এমনকি করোনার বিপদের দিনগুলোতেও! ফলে সম্পদ জমা হচ্ছে নির্দিষ্ট শ্রেণির ঘরে ঘরে, দরিদ্রতর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। বাড়ছে গণ-অসহায়ত্ববোধ। সঙ্গে বাড়ছে জনঅসন্তোষ। কেননা, সরকারের নীতি সবার জন্য সমান নয়। এসব নীতি-নির্দেশনার প্রয়োগেও প্রকট অসাম্য লক্ষণীয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us