প্রতি বছর বোরো ধান আবাদ করে পুরো সংসারের চাহিদা পূরণ করে আসছিলেন কৃষক কহিনূর মিয়া। এবার তিনি ব্যাংক থেকে সিসি লোক নিয়ে প্রায় দুইশ’ শতাংশ জমিতে ‘বি-ধান ৮১’ আবাদ করেন। স্বপ্ন ছিল অন্যান্য বছরের ন্যায় এবারও পরিবারের চাহিদা মেটানোর। কিন্তু সেটি আর হচ্ছে না। তার আবাদকৃত পুরো জমির ধানেই ব্লাস্টের আক্রমণে চিটা হয়েছে। এতে করে চরম লোকসানের মুখে পড়েছেন তিনি। হতাশায় দিন কাটাচ্ছেন কহিনূরের পরিবার।
কহিনূর টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী চরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাড়াও একই এলাকার কৃষক ঠান্ডু মিয়ার ৫০ শতাংশ ও কাউলজানী উত্তরপাড়া এলেমউদ্দিনের ১৭০ শতাংশ জমিতে ‘বি-ধান ৮১’ চিটা হয়েছে। তারাও চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।