কেরানীগঞ্জে পুলিশ ও হেফাজতের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৩ পুলিশ আহত

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল এলাকায় পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হেফাজতকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে ৩ পুলিশ সদস্য আহত হয়।  আহত   পুলিশ   সদস্যরা   হলেন- এএসআই  বোরহান ও এসআই নাজমুল। এছাড়া রাজীব হোসেন নামে আরো এক পথচারী আহত হন। রোববার দুপুর ২টা ২৫ মিনিটে জিনজিরা ইউনিয়নের মান্দাইল জামিয়াতুল মাদ্রাসা ও তার আশপাশ থেকে প্রায় শতাধিক হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ  তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে মামুন নামের এক হেফাজত কর্মীকে আটক করে। সে মান্দাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত  করে  সহকারী  পুলিশ  সুপার  কেরানীগঞ্জ  সার্কেল শাহাবুদ্দিন  কবির  বলেন,  হেফাজতের  হামলার আশঙ্কায় আগে থেকেই  কেরানীগঞ্জে  অতিরিক্ত  পুলিশ মোতায়েন ছিল। গতকাল জোহরের নামাজ শেষে মান্দাইল মাদ্রাসা থেকে হেফাজত কর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা করে। এতে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় এক হেফাজত কর্মীকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us