স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট শপিংমল খোলার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সকাল ১১টায় নগরীর জামালখানে অবস্থিত প্রেস ক্লাবে চট্টগ্রাম দোকান মালিক সমিতির ব্যানারে এই  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোকান মালিক সমিতির সভাপতি  ছালেহ আহমেদ সোলেমান বলেন, আমাদের সংগঠনের অধীনে প্রায় ৩ লাখ ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী ও ২০ লাখ শ্রমিক-কর্মচারী রয়েছে। গত বছর করোনার কারণে সরকারের দেয়া লকডাউন পালন করেছিল চট্টগ্রামের ব্যবসায়ীরা। এখন আবার ১৪ই মার্চ থেকে আবারো লকডাউন চলছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে আসে। কারণ রমজান উপলক্ষে গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে পুঁজি বিনিয়োগ, উচ্চ হারে লোন নিয়ে ব্যবসা করার প্রস্তুতি নেয়। তিনি আরোও বলেন, করোনায় দীর্ঘদিন ব্যবসা করতে না পারার পরও ব্যবসায়ীরা সরকারি ট্রেড লাইসেন্স, ভ্যাট, ইনকাম ট্যাক্সসহ যাবতীয় সকল ফি প্রদান করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। আর লকডাউনের কারণে যদি ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারে তাহলে অনেকে দেউলিয়া হয়ে যাবে। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নেবে, কর্মচারীরা তাদের চাকরি হারাবে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে দোকান খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের কাছে আরো কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যেই রয়েছে ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেয়া, ঘোষিত প্রণোদনা থেকে বৃহত্তর চট্টগ্রামের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা, দোকান মালিক, কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিনেশনের আওতায় আনা। এছাড়া করোনাকালীন ক্ষতির কথা বিবেচনা করে ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স মওকুফ ও অতিরিক্ত ফি কমিয়ে সহনীয় পর্যায়ে আনারও দাবি করেন ব্যবসায়ী নেতারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us