ব্রোঞ্জ জিতে খুশি চানু, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০৫:২২

এশীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়ে ব্রোঞ্জ জেতার পরে মীরাবাই চানু বলেছেন, ‘‘নিজের পারফরম্যান্সে খুশি।’’ শনিবার ভারতের মহিলা ভারোত্তোলক ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি ওজন তোলেন। ভেঙে দেন এই বিভাগে ১১৮ কেজি ওজন তোলার পুরনো রেকর্ড।মীরাবাই একই সঙ্গে জাতীয় রেকর্ডও গড়েন ২০৫ কেজি ওজন তুলে (৮৬ কেজি স্ন্যাচ এবং ১১৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক)। যে প্রয়াস তাঁকে ব্রোঞ্জ এনে দেয় এই প্রতিযোগিতায়। রবিবার টুইট করে চানু বলেছেন, ‘‘২০২১ এশীয় চ্যাম্পিয়নশিপে নিজের পারফরম্যান্সে খুশি। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। কঠোর পরিশ্রম করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে যাব।’’এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু অভিনন্দন জানিয়ে চানুকে টুইট করেন। ক্রীড়ামন্ত্রী লিখেছেন, ‘‘এক বছরেরও পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে মীরাবাই চানু ২০৫ কেজি ওজন তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েছে এশীয় চ্যাম্পিয়নশিপে এবং ব্রোঞ্জ জিতেছে। ক্লিন অ্যান্ড জার্কে তাঁর নিখুঁত পরাফরম্যান্সও নতুন বিশ্বরেকর্ড। এ বার অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে এগিয়ে যাও মীরাবাই।’’ ক্রীড়ামন্ত্রীর টুইটের জবাবে মীরাবাই লিখেছেন, ‘‘সেরা সুযোগ সুবিধা দেওয়া এবং সমর্থন করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us