২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ৷ তিনি বলেন, ‘‘হেফাজতের বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রার অফিসে হামলা, ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে৷ এসব মামলার তদন্ত চলছে৷’’ গত এক সপ্তাহে এই নিয়ে মামুনুল হকসহ হেফাজতে ইসলামের অন্তত আটজন নেতা গ্রেপ্তার হলেন৷