উন্নয়নের জয়ডংকা ও করোনাকালীন

ইনকিলাব জামালউদ্দিন বারী প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১১:০৬

করোনার প্রথম ধাক্কা সামলাতেই আমাদের লেজেগুবুরে অবস্থা হয়েছে। একটি অনিশ্চিত সংক্রামক ভাইরাসে মৃত্যুর মধ্য দিয়ে আমরা আমাদের সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা ও মূল্যবোধের চরম অবক্ষয়ের বাস্তবচিত্র দেখেছি। ঘরে অসুস্থ পিতামাতাকে ফেলে রেখে সন্তান ও নিকটাত্মীয়দের পলায়ন দেখেছি। যাদের কামাই-রুজি, আদর স্নেহে বড় হয়ে উঠেছে সন্তানরা পিতা-মাতার লাশ গ্রহণ না করে তারা চ্যারিটেবল গ্রুপকে খবর দিয়ে সংক্রমণ থেকে বেঁচে থাকার কী অদ্ভুত প্রাণান্ত চেষ্টাই না করেছে। যদিও মৃতদেহ থেকে ভাইরাস সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র হাঁচি-কাশির ড্রপলেট বা সংক্রমিত ব্যক্তির লালা থেকে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার কথা জানা যায়। 


করোনা সংক্রমিত হওয়ার পর কয়েক সপ্তাহের ঘরোয়া চিকিৎসা ও বিশ্রামে তা সেরে গেছে অথবা করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর পর টেস্ট করে করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেলেও পরিবারের অন্য কারো মধ্যে সংক্রমিত না হওয়া বা কোনো রকম সিম্পটম না দেখা দেয়ার অসংখ্য উদাহরণ বাংলাদেশে দেখা গেছে। অথচ, করোনা সংক্রমিত হয়ে মৃত ব্যক্তির পাশে একই বিছানায় থেকেছে, একই গ্লাসে পানি খেয়েছে, একই টয়লেট-বাথরুম শেয়ার করেও অন্যদের কিছু না হওয়ার উদাহরণ করোনাভাইরাসের অতিমাত্রায় সংক্রমণের প্রাথমিক প্রচলিত মিথ সম্পর্কে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us