করোনার সংক্রমণ ঠেকাতে চলছে সর্বাত্মক লকডাউন। বিধিনিষেধের কারণে শহরে লোকজনের চলাচলও কম। যাঁরা বেরিয়েছেন, তাঁরা বাধ্য হয়েই বেরিয়েছেন। এর ফাঁকে শহরের রাস্তায়-রাস্তার আনাচকানাচে দাপিয়ে বেড়াল এক হাতি। তবে সেটা বন্য নয়, প্রশিক্ষিত। আর সেটাকে নিয়ন্ত্রণ করছে পিঠে বসা মাহুত।
সর্বাত্মক লকডাউনের মধ্যেও যাঁরা পথে বেরিয়েছিলেন, তাঁদের সামনে শুঁড় তুলে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়ছে হাতিটা। যতক্ষণ পর্যন্ত তাঁরা শুঁড়ের মাথায় টাকা গুঁজে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তাঁদের ছাড়ছে না হাতিটি। আজ বুধবার ঠাকুরগাঁও পৌর শহরের রাস্তায় হাতিটির দেখা মেলে। হাতির এ টাকা তোলাকে মাহুত হাতির ‘লকডাউন’ সেলামি বলে নাম দিয়েছেন।