আজ উৎসবহীন পহেলা বৈশাখ, বাংলা ১৪২৮ সালের প্রথম দিন

এনটিভি প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৭:২৫

আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে আজ বুধবার যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪২৮। তবে, চিরচেনা উৎসব নয়, সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে পহেলা বৈশাখ এবার কেবলই সংখ্যা ও দিনবদল। সাধারণত পহেলা বৈশাখে জীর্ণ-পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা, কুপমণ্ডুকতা পরিহার করে উদার ও নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us