২০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ বসুন্ধরা ও রংধনু গ্রুপের

মানবজমিন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে ২০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল মুরগি ও গরুর মাংস, তেল, ডাল, চাল, ছোলা, মুড়ি, বেশন, আলুসহ বিভিন্ন ইফতার দ্রব্যাদি। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়নের নাওড়াস্থ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলম, থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণকালে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, হরতাল, জ্বালাও-পোড়াও, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হেফাজত যে নজির সৃষ্টি করেছে তাতে তাদের কখনোই আর এদেশের মিত্র ভাবার সুযোগ নেই। আমি সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। সরকারি নির্দেশনা মেনে আপনারা লকডাউনে ঘরে থাকুন। খাদ্য পৌঁছে দিবো আমি। আমি বেঁচে থাকতে রূপগঞ্জের কোনো মানুষ অনাহারে মরবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us