সিলেটে তালামীযের পরিষদের অভিষেক

মানবজমিন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন- মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার কৈশোর। এই সময়ে একজন কিশোর তার জীবনকে গঠনের লক্ষ্য নিয়ে অগ্রসর হয় এবং তার মধ্যে সামাজিক ও নৈতিক বোধ তৈরি হয়। গতকাল আনজুমানে তালামীযে ইসলামিয়ার নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোহর আলী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতুবুল আলম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়ার সদ্য সাবেক সভাপতি আখতার হোসাইন জাহেদ ও সদ্য সাবেক সহ- সভাপতি মো. মুহিবুর রহমান। অভিষেক অনুষ্ঠানে দায়িত্বশীল হিসেবে শপথ গ্রহণ করেনÑ দুলাল আহমদ, মোজতবা হাসান চৌধুরী নুমান, জায়েদ আহমদ চৌধুরী, মো. মনজুরুল করিম মহসিন, মাহবুবুর রহমান ফরহাদ, রেদওয়ানুল হক শিমুল, আব্দুল জলিল, শাহ হোসাইন মোহাম্মদ বাবু, আব্দুল গণি সোহাগ, মাসরুর হাসান জাফরী, শেখ আলী হায়দার, সোলাইমান আহমদ চৌধুরী, মিফতাহুল ইসলাম তালহা, এস এম মনোয়ার হোসেন, কবির আহমদ, নাসির উদ্দীন খান, মারুফ আহমদ, রেদওয়ান রাশেদ, আতিকুর রহমান সাকের, কুতুব আল ফরহাদ, সায়েম হোসাইন, কাওছার হামিদ সাজু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us