নির্ধারিত বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন।

মানবজমিন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

নেত্রকোনার মদনের হাওর ইউনিয়ন নায়েকপুরের জালিয়ার হাওরে ফসল রক্ষা বাঁধের স্থান পরিবর্তন করে অন্যত্র তৈরি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলকাবাসী। মঙ্গলবার আলমশ্রী গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের আওতায় জালিয়ার হাওরে ফসল রক্ষার জন্য বণি নদীর পাড় ঘেঁষে আগের বাঁধ হতে আরও ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ দেয় একটি প্রকল্প। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল প্রকল্পের টাকা আত্মসাৎ করার উদ্দেশে পাছআলমশ্রী তালুকখানাই কাবিটা প্রকল্পের রাস্তার ওপর মাটি কাটা শুরু করে। এতে এলকাবাসী ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ বলেন, আমি শুনেছি গ্রামবাসী মানববন্ধন করেছে। সরজমিন গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us