শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মানবজমিন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার, হাসপাতাল সড়ক ও ড্রাইভার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পথচারী চলাচলের রাস্তায় পণ্যসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, দোকানে মূল্য তালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩টি মামলায় মোট ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us