বাংলাদেশ ব্যাংককে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১৯:০৮

কঠোর নিষেধাজ্ঞা চলাকালে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংককে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ রাখার নির্দেশনার একদিন পরই আজ মঙ্গলবার আবার ব্যাংক চালু রাখার জন্য বলা হলো।


করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের জারি করা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আর্থিক লেনদেন কিভাবে চলবে তা নিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা জারি করতে অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।


লকডাউনে ব্যাংক খোলার সিদ্ধান্ত আসছে


আগামী ১৪ থেকে ২১ এপ্রিল সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনে’ ব্যাংক সেবা সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত আসছে। মন্ত্রী পরিষদ বিভাগ আজ মঙ্গলবার বিশেষ প্রয়োজনে ব্যাংক সেবা প্রদানের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়। ওই চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর আগে গতকাল কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।


ব্যাংক বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংকে ছিল উপচেপড়া ভিড়। এমনকি রাজধানীর অনেক শাখায় গ্রাহক চাহিদামতো টাকা না পাওয়ার অভিযোগও করেছেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us