রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতে চরম হতাশায় ভুগছেন ট্রাক চালক ও সহকারীরা। টয়লেট, পানি ও খাবারের কোন ব্যবস্থা না থাকায় তারা চরম মানবেতর জীবনযাপন করছে।
অন্যদিকে করোনারোধে সরকারের নির্দেশিত সকল নির্দেশনা এখানে উপেক্ষিত। কোন ট্রাক চালকদের মধ্যেই নেই জনসচেতনতার বালায়। তাছাড়া লকডাউনের মধ্যে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকার পরেও দীর্ঘ সময় আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক চালক।