দ্বিতীয় ঢেউয়ে প্রান্তজন যেন ভেসে না যায়

সমকাল এম হাফিজউদ্দিন খান প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১১:৪৫

আমরা করোনা সংক্রমণের নিয়ন্ত্রিত পরিস্থিতি থেকে আবার কেন বিস্ম্ফোরণোন্মুখ পরিস্থিতিতে পড়লাম; এর পেছনের কারণগুলো সচেতন মানুষমাত্রেই জানা। এত বিপর্যয়, সংক্রমণ, মৃত্যু- তার পরও আমাদের জনগোষ্ঠীর বৃহদাংশের মাঝে সচেতনতার ব্যাপারে বিস্ময়কর উদাসীনতা ও স্বাস্থ্যবিধি অনুসরণে অনীহা! যেখানে এমন চিত্র দৃশ্যমান, সেখানে পরিস্থিতির অবনতি ছাড়া উন্নতির আশা আমরা করি কীভাবে! করোনা প্রাণঘাতী; কিন্তু তা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব, যদি সবাই স্বাস্থ্যবিধি মানেন। কিন্তু দুঃখজনকভাবে পদে পদে এর ব্যত্যয় ঘটেছে, ঘটছে এবং এর পরিণামেই নেমে এসেছে ফের বিপর্যয়। এর অভিঘাত নানা দিকে আরও যে বিরূপ প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। গত বছরের ধাক্কাই তো এখনও আমরা সামলে উঠতে পারিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us