খুলনায় অধিকাংশ ক্রেতা পাবেন না খেজুর

মানবজমিন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০০:০০

আসন্ন রমজান উপলক্ষে নির্ধারিত দিনে অন্যান্য পণ্যের সঙ্গে খেজুর বিক্রি শুরু করতে পারেনি ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল থেকে বিক্রি শুরু হয়েছে খেজুর। ট্রাকপ্রতি ১০০ কেজি বরাদ্দ রয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বরাদ্দ কম থাকায় সব ক্রেতা খেজুর পাবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।মহানগরীর শিববাড়ী মোড়ে টিসিবি পণ্য কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, টিসিবির ট্রাকের বিক্রীত পণ্যের প্রতি দাম বর্তমান বাজার দরের তুলনায় কিছুটা কম হওয়ায় এখনো মানুষের আগ্রহ আছে। দিন দিন মানুষের আগ্রহ আরো বাড়ছে। রমজানের পণ্য বিক্রি চলমান থাকলেও এখনো খেজুর বিক্রি শুরু করা হয়নি। আর খেজুরের বরাদ্দ এমন কম হলে অধিকাংশই পাবে না এই পণ্য।খুলনা জেলা পরিষদের মোড়ে পণ্য কিনতে আসা সুরাইয়া খাতুন বলেন, রোজার আগে নিম্নবিত্ত মানুষেরা একটু ইফতারের জন্য ছোলা ও খেজুরের আশা করে। সব ক্রেতা না পেলে অনেকেই মনে খেজুর না পাওয়ার কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হবে। টিসিবি খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. আনিছুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও খেজুরের বরাদ্দ কম রয়েছে। যে পরিমাণ বরাদ্দ তাতে সবাই না-ও পেতে পারে। আর বরাদ্দ বাড়ানো হবে কিনা এমন বিষয়ে বলেন, রোজা যেহেতু এখনো শুরু হয়নি সেহেতু বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us