ধর্ম যার যার, রাষ্ট্র সবার

সমকাল এম এম আকাশ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৯:০৯

সম্প্রতি বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা (ছাত্রীরাও কি?) রাজপথে নেমে আপন বিক্ষোভের সহিংস প্রকাশ ঘটিয়েছেন। তাদের এই বিক্ষোভের আশু উদ্দেশ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে প্রতিবাদ করা। লক্ষণীয় যে একই সময়ে বামপন্থি কোনো কোনো ছাত্র সংগঠনও নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে তাদের বিক্ষোভটি এতো ব্যাপকও ছিল না, এতো সহিংসও ছিল না। 


অন্যদিকে আমরা দেখতে পেলাম শাসক দল এবং তার অঙ্গসংগঠন এই বিক্ষোভকে ভালো চোখে দেখেনি। তারা ভেবেছে, 'ভারতীয় অতিথিকে' অপমান করা বা 'মুজিববর্ষের অনুষ্ঠান' বিঘ্নিত করা রাষ্ট্রের ভেতরে বামপন্থি অথবা হেফাজতিদের এক ধরনের ষড়যন্ত্র। তারা এর পেছনে রাজনীতি রয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনও রয়েছে বলে ভেবেছে। তারা চেয়েছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে 'বিক্ষোভ' হয় দমন করতে অথবা তারা যাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে অন্তত তার ব্যবস্থা করতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us