
আবারও আলোচনায় রোবট সোফিয়া। তার গুণের শেষ নেই- সে কথা বলে, কৌতুক শোনায়, গান গায়, আবার ছবিও আঁকে। সেই সোফিয়া সম্প্রতি শিল্প দুনিয়ায় আলোড়ন তুলেছে। গত মাসে তার আঁকা একটি ডিজিটাল ছবি এক নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ ডলার বা প্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকায়। এবার গানের জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে রোবটটি!
- ট্যাগ:
- প্রযুক্তি