সাফল্য পেতে সাকিবকে তিনে খেলাতে হবে, কেকেআরকে হার্শার পরামর্শ

মানবজমিন প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ০০:০০

অনেক আলোচনা-সমালোচনার পাশ কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে গিয়েছেন সাকিব আল হাসান। ৯ দিনের কোয়ারেন্টিন শেষে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অনুশীলনও করেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। সাকিবকে কাজে লাগিয়ে আগামী ৯ই এপ্রিল থেকে শুরু হতে চলা চতুর্দশতম আসরটিতে সাফল্য পেতে কেকেআরকে টোটকা দিলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ^কাপে দেশের জার্সিতে তিন নম্বরে ব্যাট করে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। সেই কথা স্মরণ করিয়ে আইপিএলের এবারের আসরে কেকেআরকে সাফল্য পেতে সাকিবকে তিনে খেলানোর পরামর্শ হার্শার। তিনি বলেন, ‘সাকিব তিনে ব্যাট করলে সে চার-পাঁচ-ছয়ে বিধ্বংসী ব্যাটিং অর্ডারে ভারসাম্য এনে দেবে। তিনে নেমে বিশ^কাপে দারুণ করেছে সাকিব।’হার্শা আরো বলেন, ‘হয়তো টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের ভিড় লেগে যাবে। কিন্তু কার্তিক ও মরগান নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিতে পারে। রাসেল ছয়ে নামুক। আমার মতে টুর্নামেন্টে এই ব্যাটিং লাইনআপের শীর্ষ ছয়ই সবচেয়ে শক্তিশালী।’সম্প্রতি ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে আইপিএল নিজের লক্ষ্যের কথা জানান সাকিব। একটি রেকর্ডও ভাঙতে চান তিনি।২০১২ সালে রবীন্দ্র জাদেজা ২৯ বলে ৪৮ রানের পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। আইপিএলে এটাই এখন পর্যন্ত সেরা অলরাউন্ড পারফরম্যান্স। সাকিব বলেছেন, এক ম্যাচে সেঞ্চুরি করতে ও ৫ উইকেট নিতে চান তিনি। আইপিএলে কলকাতার জার্সিতে সাকিবের পথচলা শুরু। এ দলে তিনি কাটিয়েছেন ছয় বছর। শিরোপাও জিতেছেন। ২০১৮ সালে কলকাতা ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছিলেন। সেখানে দুই মৌসুম খেলার পর এবার নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে ফিরিয়ে আনে কলকাতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us