সরকার বাধ্য হয়ে লকডাউন দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ১৮:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়েই সাত দিনের জন্য লকডাউন কিংবা নিয়ন্ত্রণের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ আসাতে হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। অনেকে মানছেন, আবার অনেকেই মানছেন না। করোনা ছড়িয়ে যাচ্ছে এবং এর ব্যাপকতা আশঙ্কাজনক হারে বাড়ছে।’


মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার গঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসপাতালে কোনও সিট নেই। এমনকি অক্সিজেন যারা সরবরাহ করছে, তারাও অক্সিজেন দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান করবো— এই মহামারিতে সবাই যেন সহযোগিতা করেন এবং এগিয়ে আসেন। সরকার যেভাবে নির্দেশনা দেয় সেটা পালন করুন।’


করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us