গণপরিবহন বন্ধ থাকার কারণে অফিসে পৌঁছাতে বা অন্য কোনো কাজে বাসা থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। আবার বাস না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে অফিসগামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নির্দিষ্ট গন্তব্যে যেতে সিএনজি চালকের সঙ্গে দরদামের কোনো সুযোগই পাচ্ছেন না যাত্রীরা।