শেখ হাসিনার বাংলাদেশ: ‘ইকোনোমিস্ট’ চক্রের গাত্রদাহ কেন?

জনকণ্ঠ রেজা সেলিম প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১৬:৪৭

পৌনে দুই শ’ বছর যাবত বিলাত থেকে প্রকাশিত ‘ইকোনমিস্ট’ পত্রিকা সাংবাদিকতা জগতের পথিকৃৎ বলে আমরা অনেকে উল্লেখ করি বা গর্ববোধ করি, কিন্তু কোন দেশের বিরুদ্ধে মিথ্যাচারের সাংবাদিকতা তার তথাকথিত ঐতিহ্যকে কোথায় নামিয়ে দেয় সে নিয়ে কিছু কিছু গবেষণা হতে পারে। এই পত্রিকা বাংলাদেশের পঞ্চাশ বছর নিয়ে দুটি প্রতিবেদন ছেপেছে ২৭ মার্চ তারিখে (Bangladeshs growth has been remarkable, but is now at risk এবং অপরটি As it turns 50, Bangladesh is doing well, despite its politicians) যেগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে মনে হবে সে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করছে। প্রকারান্তরে সে করেছে ‘গিবত’ যাকে আমরা অপসাংবাদিকতাও বলতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us