সুবর্ণজয়ন্তীর বিবর্ণ চিত্র ও সরকারের হেফাজতপ্রীতি

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১২:৪৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ঘটল, তা নিয়ে এখন ক্ষমতাসীন মহলে নানা রকম ব্যাখ্যা শুরু হয়েছে। কেউ বলছেন, হেফাজতের ঘাড়ে ভর করে বিএনপি–জামায়াত এসব ঘটিয়েছে। কেউ বলছেন, হেফাজতে নামের সংগঠনটিকে বেশি আশকারা দেওয়া হয়েছে। আবার কারও মতে, আল্লামা শফীর মৃত্যুর পর হেফাজতের নেতৃত্বের বিভক্তিই এসব অঘটনের কারণ।


কিন্তু আসল কারণটি কেউ বলছেন না। রাজনীতি যখন সুস্থ ও স্বাভাবিক ধারায় চলে না, যখন মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থাকে না, তখন এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে। দেশে যে দীর্ঘদিন ধরে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে উপলক্ষ করে তার বিস্ফোরণ ঘটল। মোদির সফরের বিরোধিতার বিষয়ে সরকার কী করবে, তা যেমন ঠিক করতে পারেনি, তেমনি কী হতে পারে, তা–ও আঁচ করতে ব্যর্থ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us