অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন কতদূরে

দেশ রূপান্তর গাজী তানজিয়া প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১৩:১০

নির্বাচন এলে সবার মনে ভোট দেওয়ার ইচ্ছা জাগে। কিন্তু ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছানো এবং নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া কতটা দুরূহ হয়ে গেছে সেটা আমরা গত কয়েক বছরের নির্বাচনের অভিজ্ঞতায় বুঝতে সক্ষম হয়েছি। এখন যত দিন পার হচ্ছে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। জোর করে ফলাফল নিজের অনুকূলে নিয়ে যাওয়ার ব্যাপারে ক্ষমতাবান প্রার্থীর কোনো রাখঢাক নেই। আগে যে বিষয়গুলো গোপনে ঘটত, সেটাই এখন নির্লজ্জভাবে প্রকাশ্যে ঘটছে।


গত ১৮ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সেদিন পত্রিকার রিপোর্টে দেখা যায়, ‘পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি প্রস্তুতি সভায় বর্তমান চেয়ারম্যান এ ঘোষণা দেন।’ (সূত্র : দৈনিক যুগান্তর, ১৯ মার্চ, ২০২১)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us