হেফাজত আর করোনাভাইরাস উভয়ের চরিত্র বড়ই জটিল

চ্যানেল আই হাসিনা আকতার নিগার প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১২:৩৮

গত কদিন ধরেই দেশে সবার মুখে দুটো কথা শুনা যাচ্ছে৷ এক, হেফাজতের তাণ্ডব মোদিকে ঘিরে। দুই ,করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে অস্বাভাবিক ভাবে। জনজীবনে বলতে গেলে কোন স্বস্তির পরিবেশ নেই ২০২০ থেকে এ পর্যন্ত। বিগত এক বছর ধরে পেটেভাতে খাওয়া মানুষগুলো করোনার ভয়কে উপেক্ষা করে জীবন বাঁচতে চেষ্টা করছে। কিন্তু আবারও করোনার হানাতে এখন আগামী দিনে কি হবে তা নিয়ে শঙ্কিত। তথাপি দেশের মানুষের চাল চলনে উদাসীনতার অন্ত নেই। এর কারণ হলো বাঙালি জাতি নিয়ম মানতে শিখেনি। তাই করোনার স্বাস্থ্যবিধিকে না মেনে নিজে ভালো আছে এটা প্রমাণ করে বীরত্ব প্রকাশের মাধ্যমে বিপদ ডেকে আনে। এমনকি কিছু কুসংস্কারকে আঁকড়ে ধরে তুড়ি মেরে উড়িয়ে দেয় করোনাকে বড় লোকের রোগ বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us