করোনা পরীক্ষায় এখনও ভোগান্তি!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৩:১১

গত ১৬ মার্চ তানভীরুল আলমের (ছদ্ম নাম) হালকা জ্বর হয়, জ্বরের পর থেকে পেট খারাপ। গরমের কারণে এমনটা হতে পারে বলে ধরে নেন তিনি। তবে করোনা হলো কিনা এই চিন্তা থেকে গত ২৩ মার্চ তিনি মোহাম্মদপুরের জহুরী মহল্লা ব্র্যাকের বুথে করোনার টেস্ট করান। রবিবার (২৮ মার্চ) রাত ৯টা পর্যন্ত তিনি তার করোনা ফলাফল পাননি।


গণমাধ্যমকমী সাইফুল্লাহ রিয়াতের জ্বর হয় গত ২০ মার্চ, গত ২৩ মার্চ তিনি মধুবাগ বুথ থেকে করোনার টেস্ট করান। এখনও ফলাফল পাননি। নমুনা ফলাফল না পেলেও গত ২০ মার্চ থেকে তাকে অফিস করতে হচ্ছে জানিয়ে তানভীরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসায় আইসোলশেন থাকলেও অফিস থেকে বলা হয়েছে, মনে হয় করোনা না, আপনি অফিস করেন।‘

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us