ঘরোয়া কর্মসূচি পালনের নির্দেশনা আওয়ামী লীগের

মানবজমিন প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০০:০০

রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম বাইরে করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে দলীয় কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় এ আহ্বান জানান। এদিকে আট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মধ্যে তিন বিভাগে দায়িত্ব রদবদল করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন, রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিল। আর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে দায়িত্ব দেয়া হয়েছিল। এ ছাড়া চার যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, দীপু মনিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, ড. হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us