শিক্ষার ক্ষতি কাটাতে করণীয় কী

দেশ রূপান্তর মাছুম বিল্লাহ প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১৪:৫৪

পূর্বঘোষণা অনুযায়ী ৩০ মার্চ খুলছে না দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। নতুন ঘোষণা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদুল ফিতরের পর আগামী ২৩ মে। সে হিসেবে ৪৩০ দিন পর স্কুল-কলেজ ও ৪৩১ দিন পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতে যাচ্ছে। দেশে চলমান করোনা মহামারীতে সম্প্রতি নতুন করে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। যে কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। কভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক উপস্থিতি বন্ধ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us