অর্ধ শতকের পালাবদলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

সমকাল হারুন হাবীব প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৩:০২

ইতিহাসের পথ-পরিক্রমায় বাংলাদেশ রাষ্ট্র তার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে; একই সঙ্গে উদযাপিত হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। এই দুই মহালগ্নের সঙ্গে এরই মধ্যে মহাসমারোহে উদযাপিত হলো বাংলাদেশ রার্ষ্টের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। দৃশ্যতই ২০২১ সালের এই মহা উপলক্ষগুলো আমাদের জাতীয় জীবনে বড় মাইলফলক। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদের জন্য এসব উপলক্ষ বড় প্রাপ্তি। কারণ যে রাষ্ট্রকে জন্ম দিতে লাখো দেশপ্রেমিক আত্মত্যাগ করেছিলেন, তাদেরই চোখের সামনে স্বাধীন স্বদেশ অর্ধশতাব্দী অতিক্রম করছে। এই তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক লগ্নে শরিক হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বাংলাদেশ সফর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের নেতাদের এই সফর অবধারিতভাবেই ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাঙালি জনগোষ্ঠীর মুক্তির সংগ্রামকে যথার্থতা দান করে; বঙ্গবন্ধুর প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us