মোদির আসন্ন সফর আমাদের আশাবাদী করে

যুগান্তর তারেক শামসুর রেহমান প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১২:২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ২৬ মার্চ। তবে এবার তার সফরের প্রেক্ষাপট ভিন্ন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দেবেন এবং গোপালগঞ্জের মাতুয়া সম্প্রদায়ের একটি মন্দির পরিদর্শন করবেন। ফলে তার এবারের সফর কিছুটা বৈশিষ্ট্যমণ্ডিত। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় পাওয়া।

একইসঙ্গে ‘মুজিব শতবার্ষিকী’তে তার উপস্থিতি প্রমাণ করবে ভারতের জনগণ বঙ্গবন্ধুকে কতটা শ্রদ্ধার চোখে দেখে। মোদি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তখন কাশিয়ানীতে ওই মন্দিরে তার যাওয়ার কথা। যদিও এখন অব্দি তা নিশ্চিত করা যায়নি। ২০১৫ সালে মোদি যখন ঢাকা সফর করেন, তখন তিনি এ মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে যাননি। বলা ভালো, ১৮১২ সালে কাশিয়ানীতে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর মাতুয়াবাদের জন্ম দেন, যা পরে বিস্তৃত হয় তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে। মাতুয়া সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ সম্প্রদায়, যারা হরিচাঁদ ঠাকুরকে তাদের দেবতা মান্য করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us