সীমান্তের বিভিন্ন বিষয়ে বৈঠক করতে ভারতে গেল বিজিবির প্রতিনিধি দল
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৭:০০
সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সেক্টর পর্যায়ে বৈঠক করতে ভারতে গেল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি প্রতিনিধি দল। বৈঠকে নারী ও শিশু পাচার, চোরাচালান, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের আমন্ত্রণে সোমবার সকাল ১১টায় বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোবারক হোসেন ও রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তের শূন্যরেখায় উপস্থিত হলে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএ শ্রিবাস্তব তাদের শুভেচ্ছা জানান।