1 এপ্রিল থেকে আসছে নয়া নিয়ম, এই রাস্তায় গাড়ি চালালে গুণতে হবে বেশি টাকা

এইসময় (ভারত) প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৪:০০

এ বছরের 1 এপ্রিল থেকে ন্যাশনাল হাইওয়েতে সফর আরও কিছুটা খরচ সাপেক্ষ হতে চলেছে। কারণ টোলের হার 5 শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। একইভাবে মান্থলি পাসের খরচও 10 টাকা থেকে 20 টাকা বাড়তে চলেছে। প্রতি বছরেই NHAI টোল ট্যাক্স পরিমার্জন করে। গত কয়েক বছরে টোলের পরিমাণ বাড়ছে। তবে সম্প্রতি সমস্ত টোল প্লাজায় বাধ্যতামূলকভাবে FASTAG চালু হয়েছে।

এর ফলে সাধারণ মানুষ এবং পরিবহণকারীদের কাঁধে চেপেছে অতিরিক্ত বোঝা। এই পরিস্থিতিতে এবার টোল ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে। এই বৃদ্ধির ফলে বিভিন্ন প্লাজায় 5 টাকা থেকে 30 টাকা পর্যন্ত অতিরিক্ত টোল দিতে হবে। এছাড়াও নিয়মিত যাত্রীদের পকেটেও টান পড়তে চলেছে এবার। মান্থলি পাসের দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us