যুক্তরাষ্ট্র–চীন যুদ্ধের আশঙ্কা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১৯:২৫
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক বিগত কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে শীতল। এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি পাঁচ বছর আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
আজ রোববার লি সেইন লুংয়ের সাক্ষাৎকারটি সম্প্রচার করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করলেও এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখনই সংঘাত বেধে যাবে—এমনটা মনে করেন না তিনি।