আশরাফুল রহমান দীপু। চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে। তবে করোনার সময় কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর একরাশ হতাশা নিয়ে ফিরে যান গ্রামে। বেকার অবস্থায় বাড়িতেও দিন কাটছিল না। শেষে ইউটিউব খুলে দিলো তার পথ। ইউটিউব দেখে ক্যাপসিকাম চাষে উদ্বুদ্ধ হন তিনি। ক্ষেতভরা ক্যাপসিকাম দেখে অবাক এলাকার মানুষ।
দীপুর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে। তিনি একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।