আমের মুকুলে রেকর্ড চাঁপাইনবাবগঞ্জে, বাম্পার ফলনের আশা
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৩:৩৯
চাঁপাইনবাবগঞ্জে ‘অন্যান্য বছরের তুলনায় বেশিসংখ্যক’ আমগাছে মুকুলে এসেছে; বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, এ বছর প্রায় ৯৫ শতাংশ গাছে মুকুল এসেছে; গত বছর যা ছিল ৬০ শতাংশের কিছু বেশি। সেই তুলনায় গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি গাছে মুকুল এসেছে এ বছর। এই সংখ্যা এর আগে কয়েক বছরের চেয়ে ‘রেকর্ড পরিমাণ’ বেশি।