বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন

দেশ রূপান্তর প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১২:০৮

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ষে বাংলাদেশে বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া, পরিবেশ-পরিস্থিতি, বাজেটে প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ানে চোখ বোলালে বিগত পাঁচ দশকে অনেক অগ্রগতি, সমূহ সংস্কার ও রীতি পদ্ধতি পরিবর্তনের সংস্কৃতি সম্যক উপলব্ধিতে আসে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও দশটি দেশের মতো বাংলাদেশের বাজেট প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন সংস্কৃতিতে এলোমেলোভাব পরিলক্ষিত হওয়া যেমন অস্বাভাবিক নয় তেমনি বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রয়াস প্রচেষ্টায় সাফল্যও সামান্য নয়। ঔপনিবেশিক শোষণ বঞ্চনা ও বৈষম্য বলয়ে সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনার বিবরে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমলা মুৎসুদ্দি মনোভাবে পরিচালিত প্রশাসনিক কর্মকাঠামোয় থেকে একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী দেশে স্বনির্ভরতা অর্জন প্রত্যাশী অর্থনীতিতে উত্তরণ সহজসাধ্য তো ছিলই না, বরং বাধার বিন্ধ্যাচল পেরুনোর প্রয়াস প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অবধি এসেও। সে জন্য এখনো সংবিধানের প্রস্তাবনায় প্রথমেই উল্লিখিত ‘আমরা বাংলাদেশের জনগণ’-কে বাজেটকে বাজেট হিসেবে উপস্থিত করতে বেশ বেগ পেতে হয়েছে বলে প্রতীয়মান হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us