সন্ধ্যা নামলেই পটুয়াখালীতে মশার উৎপাত বেড়ে চলছে। মশার কয়েল, স্প্রে কিংবা কোনো কিছুতেই মুক্তি মিলছে না পৌরবাসীর। তবে মশক নিধনে এখানো কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকা। গত এক দশকে এই এলাকাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে উঠেছে। এখানকার অলি-গলির ড্রেনগুলো পরিণত হয়েছে মশার অভয়ারণ্যে। ড্রেনের আটকে থাকা পানিতে মশার লার্ভা কিলবিল করছে।