অবিলম্বে সরকারের পদত্যাগ ও ইসি পুনর্গঠনের দাবি বিএনপির
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ২১:০০
আইনের শাসন, মানবাধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপি নেতারা এসব দাবি জানান। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। তালতলা মার্কেটের সামনের পুরো রাস্তায় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।