নারী দিবস ক্ষমতার না সমতার?

দেশ রূপান্তর আশরাফী বিন্তে আকরাম প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৫:১৫

নারীর ঋতুস্রাবকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও লেখালেখি করি বলে কারও কারও মুখে নারীবাদী তকমা শুনতে পাই। ‘নারীবাদী’ অথবা ‘পুুরুষবিদ্বেষী’ এ দুটোর কোনো তকমাই আমার পছন্দের নয়। তার চেয়ে আসুন, আয়োজন করে একটি গল্প শুনি, যে গল্পটি নারীর ক্ষমতায়ন নাকি সাম্যের তা আপনারা ঠিক করবেন। নারীর ব্যক্তিগতভাবে গড়ে ওঠা বিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং সক্ষমতা ও দক্ষতা প্রয়োগে নারীর সার্বভৌমত্ব (কাজ করার পূর্ণ অধিকার এবং ক্ষমতা) কতটুকু সেটাই নারীর ক্ষমতায়নের সংজ্ঞাকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রূপদান করে বলে মনে করি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us