সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে। এটি রচিত হয়েছে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির আলোকে। প্রথাগতভাবে মার্কিনদের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি সৌদি রাজপরিবার এবং ইসরায়েলের নিরাপত্তাকে ঘিরে আবর্তিত।
মধ্যপ্রাচ্যে রাশিয়া, চীন ও স্বল্প পরিসরে তুরস্কের প্রভাব বৃদ্ধির উত্থানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থের বিবেচনায় সৌদি রাজপরিবারের গুরুত্ব বেড়েছে। এই কারণেই ওয়াশিংটন সৌদি যুবরাজের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়নি।