ডিজিটাল পুঠিয়া! আপডেট নেই উপজেলার ওয়েবসাইট-এর

মানবজমিন প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০০:০০

রাজশাহীর পুঠিয়া উপজেলার সরকারি অফিসগুলোর ওয়েবসাইটে তথ্য আপডেট না থাকায় উপজেলার অনেকের কাছে ডিজিটাল ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওয়েবসাইটগুলোতে সর্বশেষ তথ্য সংযোজন না থাকায় জনসাধারণকে পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। এতে নাগরিকরা সঠিক তথ্যের পরিবর্তে পাচ্ছেন ভুল তথ্য। ওয়েবসাইট নিয়মিত আপডেট না হওয়ায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও সঠিক তথ্য পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। এতে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী যে তথ্যগুলো স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করার কথা, সেগুলোও নেই। তাছাড়া দপ্তরের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য, সুবিধাভোগীদের তালিকা এগুলোও নেই অধিকাংশ ওয়েবসাইটে। উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত ২৬টি সরকারি দপ্তরের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ৩৩টি দপ্তরের লিংক থাকলেও অধিকাংশ লিংকেই নেই কোনো হালনাগাদ তথ্য। দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি ওয়েবসাইটে দেয়া তথ্যগুলো। এমনকি পুঠিয়া তথ্য বাতায়নের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আপডেট তথ্যও নেই। পাওয়া যাচ্ছে দীর্ঘদিন আগে বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের নাম। গত শুক্রবার সকালে উপজেলার তথ্য বাতায়নে প্রবেশ করে দেখা যায়, প্রশাসনের মাসিক কর্মসূচি, সভার নোটিশ সমূহ, কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বাল্যবিবাহ সংক্রান্ত হালনাগাদ কর্মপরিকল্পনা ফেব্রুয়ারি-জুন-জুলাই-১৮ইং পর্যন্ত হাল নাগাদ থাকলেও পরবর্তী প্রায় ৩ বছর ২০২১ইং সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও সভার কোনো তথ্য পোর্টালে আপডেট নেই।এই উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিস পুঠিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম প্রায় ১৫ মাস হলো দায়িত্বে থাকলেও ওয়েবসাইট পোর্টালে গিয়ে দেখা যায় ৪ বছর পূর্বের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সায়েদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এর নাম।উপজেলার আরেক গুরুত্বপূর্ণ দপ্তর ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। এই অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, অফিস প্রধান হিসাবে সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ এর নাম ও মোবাইল নম্বার রয়েছে। কিন্তু সরজমিন গিয়ে দেখা যায় বর্তমানে অফিস প্রধান হিসাবে মো. ফরিদুল ইসলাম প্রায় দু’বছর পূর্বে থেকে এই অফিসের দায়িত্ব পালন করছেন। দপ্তরের ‘প্রকল্প সমূহ’ প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এই সাইটে। অভিযোগ রয়েছে, প্রকল্প সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করলে গোপন তথ্য বেরিয়ে আসতে পারে বলে তা প্রকাশ করা হচ্ছে না। একইভাবে উপজেলা পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে কোনো রকম তথ্যই খুঁজে পাওয়া যায়নি।মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের নাম ও মোবাইল নম্বর থাকলেও দেয়া নেই প্রশিক্ষণ, পরামর্শসহ বিস্তারিত তালিকা। একই অবস্থা উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের ওয়েবসাইটেও। সেখানে কর্মকর্তার নাম থাকলেও নেই কর্মচারীদের নাম, ছবি ও মোবাইলসহ অন্যান্য তথ্য। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের পোর্টালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারসহ ৪ জন মেডিকেল অফিসার ও ১০ জন অফিস কর্মচারীর নাম থাকলেও সংযুক্ত নেই জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার, কর্মচারীসহ জরুরি সেবা প্রাপ্তিতে অ্যাম্বুলেন্স চালকের মোবাইল নম্বর ও ছবি।উপজেলা বন অফিসের কর্মকর্তা-কর্মচারীর নামও খুঁজে পাওয়া যায়নি। তাছাড়াও সেবা, সিটিজেন চার্টারসহ অন্যান্য কোনো তথ্যই সংযুক্ত নেই এই দপ্তরের সাইটে। অপরদিকে, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহীনুর রহমান ও প্রশিক্ষক খুশি খাতুন এই দু’টি নাম ছাড়া ওয়েবসাইটে জানার কোনো তথ্য ও কার্যক্রম সংযোজন করা নেই।এভাবেই সমাজসেবা, যুব উন্নয়ন, সমবায়, বিআরডিবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা, নির্বাচন, বিএমডিএ, খাদ্য নিয়ন্ত্রক, জনস্বাস্থ্য, ইসলামিক ফাউন্ডেশন, বিটিসিএল অফিসসহ সকল দপ্তরের বর্তমানে কোথায়, কী উন্নয়ন করা হচ্ছে এর কোনো রকম তথ্য নেই। নোটিশ বোর্ডে নেই কোনো নোটিশ, পুরোপুরি কোনো তথ্যই সংযোজন করা নেই অফিসগুলোর ওয়েবসাইটে। অপরদিকে, ৬টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার ওয়েবসাইটে ‘প্রকল্প সমূহ’ বা প্রকল্প ক্যাটাগরিতে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, প্রকল্প সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করলে গোপন তথ্য বেরিয়ে আসতে পারে বলে তা প্রকাশ করা হচ্ছে না।এ প্রসঙ্গে উপজেলা তথ্য ও প্রযুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার নুরুজ্জামান দেওয়ান বলেন, সবক’টি সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলো হালনাগাদ করার জন্য চিঠি দেয়া হয়েছে এবং একাধিকবার প্রশিক্ষণ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। তারপরও কেন ওয়েবসাইটগুলো আপডেট হচ্ছে না তা বলতে পারছি না।পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইসিটি বিষয়ক কমিটির সভাপতি নূরুল হাই মোহাম্মদ আনাছ্‌ পিএ বলেন, উপজেলা প্রশাসনের মূল ওয়েবসাইট আপডেট রয়েছে। আর অন্য দপ্তরের সাইটগুলো কেন আপডেট নেই সেই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us