বগুড়ার চেলোপাড়া থেকে সারিয়াকান্দি উপজেলায় চলাচলের সড়কটি এখন মৃত্যুফাঁদ হয়ে আছে। যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বগুড়া সদরসহ ৪ উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ এই বেহাল এই সড়ক দিয়ে চলাচল করছেন প্রতিদিন।
দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার পিচ, পাথর উঠে খানাখন্দক সৃষ্টি হয়ে যাতায়াতের প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহনের ক্ষতি যেমন হচ্ছে তেমনি রাস্তায় চলাচল করতে এখন দ্বিগুণ সময় লাগছে। সড়কটি দিয়ে চলাচলকারিদের দুর্ভোগের শেষ নেই।