ফরিদপুর আওয়ামী লীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান ওরফে রুবেল জ্ঞাত আয়ের উৎসের বাইরে অবৈধ উপায়ে দুই হাজার ৫৩৫ কোটি ১১ লাখ টাকা আয় করেছেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে পাওয়া গেছে।
সিআইডির তদন্ত প্রতিবেদনের তথ্যমতে, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম বাবরসহ অর্থপাচার মামলায় অভিযুক্ত আরও অন্তত আট জনের আশ্রয় ও সহায়তায় তারা এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।
অবৈধভাবে অর্জিত এই বিপুল সম্পদের মধ্যে কেবল নয় কোটি ৭৫ লাখ টাকা ফরিদপুর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুবেলের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে।
বাকি দুই হাজার ৫২৫ কোটিরও বেশি অর্থ তারা বিদেশে পাচার করেছেন বলে গতকাল ঢাকার একটি আদালতে ১০ অভিযুক্তের বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলেছে সিআইডি। গত বছরের জুনে রাজধানীর কাফরুল থানায় অর্থপাচারের মামলাটি দায়ের করা হয়েছিল।