ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া এলাকার মিন্টু আহমেদ। পেশায় ব্যবসায়ী। শহরের ২১০০ স্কয়ার ফিট আয়তনের ৫ তলা ছাদে ২০০টি টবে দেশি-বিদেশি ফুল, ফল ও সবজির গাছ লাগিয়ে ছাদকৃষি গড়ে তুলেছেন তিনি। মিন্টুর মতো অনেকেই এখন ছাদকৃষিতে মনোযোগী হয়েছেন। সারাবছরই ফুল-ফল, শাক-সবজি চাষ করছেন তারা।
শহরে শতাধিক ভবনে ছাদকৃষির তথ্য পাওয়া গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে শতাধিক ভবনে ছাদকৃষি আছে। প্রতিটি ছাদে ৬০-৩০০ ফুল ও ফলের গাছ আছে। তবে শহরের ঘোষপাড়া, হাজীপাড়া, শাহাপাড়া, সরকারপাড়া, ইসলামনগর এলাকায় ছাদকৃষিতে আগ্রহী মানুষের সংখ্যা বেশি।