পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালায় ওরা

মানবজমিন প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ০০:০০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আলোকডিহি কারিয়ানা হাফিজিয়া ও কওমি মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া পাঁচ মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছে ভূঞাপুর থানা পুলিশ। গত রোববার রাতে উপজেলার নিকরাইল বাজার থেকে তাদের উদ্ধার করা হয়। গতকাল সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো-দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হরিচন্দ্রপুর গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুর আলম (১১), একই উপজেলার নসরতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আ. রহিম (১০), দক্ষিণ নওখৈর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. রহিদুল ইসলাম (১০), রবিউল ইসলামের ছেলে মো. ফাহিম হোসেন (১২), কোতোয়ালি থানার ভরদরবার বাড়ি গ্রামের মোহাম্মদ সোহেল রানার ছেলে রাকিবুল ইসলাম নাঈম (১১)। পুলিশ জানায়, পড়াশোনার চাপ সইতে না পেরে কয়েকদিন আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আলোকডিহি কারিয়ানা হাফিজিয়া ও কওমি মাদ্রাসা থেকে পালিয়ে যায় ওই পাঁচ ছাত্র। উদ্দেশ্য ছিল ঢাকা যাওয়ার। দিনাজপুর ট্রেনে থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে নেমে পড়ে ওরা। পরে পথ হারিয়ে নিকরাইল বাজারে চলে যায়। স্থানীয় লোকজন খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। গতকাল সকালে পরিবারের কাছে তাদের তুলে দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us