
মোরগলড়াইয়ের জন্য প্রথা অনুযায়ী নিজের পোষা মোরগটির পায়ে শক্ত করে বেঁধেছিলেন ধারালো একটি চাকু। সেই মোরগটি পালাতে গেলে তিন ইঞ্চি চাকুসহ পায়ের আঁচড়ে মালিকের মৃত্যু হয়েছে। লড়াইয়ের ময়দানে নিয়ে যেতে নিজের মোরগকে প্রস্তুত করছিলেন। এমন সময় মোরগটি পালাতে চাইল মালিক তাকে ধরার চেষ্টা করে। এতে মোরগের তিন ইঞ্চি চাকুসহ পায়ের আঘাতে মালিকের রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয়। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের লোথানুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। পুলিশ অবৈধ মোরগলড়াই খেলা আয়োজনে জড়িত ১৫ জনকে খুঁজছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন
- ট্যাগ:
- আন্তর্জাতিক