তাড়াশে ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ভবনের বেহাল অবস্থা

মানবজমিন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি জরার্জীণ অবস্থা হয়ে পড়েছে। পাশের স্টাফদের থাকার আবাসিক ভবনও পরিত্যক্ত হয়ে আছে দীর্ঘদিন ধরে। এ ছাড়াও অভিযোগ রয়েছে চিকিৎসা নিতে রোগীরা দেখা পান না কর্মরত চিকিৎসকদের। জানা যায়, ১৯৮২ সালের ২০শে ডিসেম্বর নওগাঁ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি পাবনা সিভিল সার্জন ডা. শাহ্‌ মো. আমিনুল ইসলাম ও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মি. টিএইচ চৌধুরী ভবনটির উদ্বোধন করেন। ভবনটি নির্মাণের পর একবার সংস্কার কাজ করা হলেও বর্তমানে এর অবস্থা খুবই নাজুক। ছাদের ওপর বটগাছসহ অন্যান্য পরগাছা জন্মে তাদের শেকড় ছাদের ভেতরে ঢুকে গেছে। ভবনের ছাদ ও দেয়ালে ফাটল সৃষ্টি হওয়ায় অল্প বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে। দরজা-জানালাগুলোও নড়বড়ে। স্থানে স্থানে পলেস্তরা খসে পড়েছে। ভবনের ছাদের বিভিন্ন অংশ খসে পড়েছে, দরজা-জানালার অবস্থাও খুবই জরাজীর্ণ। যেকোনো সময় সেখানে বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে। তবে সেখানে দায়িত্বে রয়েছেন একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ভিজিটর, একজন পিয়ন ও একজন আয়া। কিন্তু তারা থাকলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকার লোকজন। সরজমিন মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ১২টায় গিয়ে দেখা যায়, উপ-স্বাস্থ্যকেন্দ্রটির একতলা ভবনটি প্রধান দরজাটি ভাঙাচোরা, ভেতরে কেউ নেই। নওগাঁ ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুল্লাহ আজাদ জানান, ভবনটির অবস্থা ভালো না। তাই সেখানে থেকে অফিস করা যায় না। আবাসিক ভবনটি প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত হয়ে রয়েছে। সেখানে থাকার উপযোগী নয়। তাড়াশ উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসার মো. আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us