
বান্দরবানের চিম্বুক পাহাড়ে বন্য ভাল্লুকের আক্রমণে পাড়াপ্রধানসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন। গুরুতর আহত ম্রো জনগোষ্ঠীর সদস্যদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলাধীন চিম্বুক পাহাড়ে জুম ক্ষেতে কাজ করার সময় বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হন ওই তিনজন। খবর পেয়ে আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে পাঠানো হয়। আহতরা হলেন চিম্বুকপাড়া কার্বারি ম্রো ইয়াং
- ট্যাগ:
- বাংলাদেশ